বিরতির ফাঁকে নায়িকার কাণ্ড!
বিরতির ফাঁকে নায়িকার কাণ্ড!
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আজ বাংলাদেশ সময় ভোর বেলায় বসেছে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডের আসর। পুরস্কার প্রদান ও মঞ্চ পরিবেশনার ফাঁকে ফাঁকে চলছে বিজ্ঞাপন বিরতি। এই ফাঁকে দর্শকেরা কেউ হয়তো কফি বানাতে যাচ্ছেন, কেউ বিরতি পেয়ে জরুরি কোনো কাজ তাড়াহুড়ো করে সেরে ফেলার চেষ্টা করছেন। এমনকি হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সও এই ‘কমার্শিয়াল ব্রেক’-এর সদ্ব্যবহার করেছেন। কীভাবে?অস্কার অনুষ্ঠানের মাঝে বিজ্ঞাপনবিরতিতে বর্ষীয়ান অভিনেত্রী মেরিল স্ট্রিপের সঙ্গে দেখা করতে খালি আসন পেরিয়ে জেনিফার লরেন্স হাজির হন তাঁর সামনে। মেরিল এই নিয়ে ২১ বার অস্কার মনোনয়ন পেয়েছেন। আর আজকের আসর বাদ দিলে অস্কার জিতেছেন তিন বার। ২৭ বছর বয়সী জেনিফারও চলচ্চিত্র জগতের সম্মানসূচক এই পুরস্কার একবার ঝুলিতে তুলেছেন।
তবে একটুর জন্য অস্কার অনুষ্ঠানে তৃতীয় বার পতন থেকে বেঁচে যান জেনিফার লরেন্স। ২০১৩ সালে সেরা অভিনেত্রীর অস্কার পেয়েছিলেন যে বছর, তখন পা পিছলে মঞ্চেই পড়ে গিয়েছিলেন। পরের বছর অস্কার আসরের লাল গালিচাতে হোঁচট খান। এবার যেন হ্যাট্রিক না হয় এ জন্য বোধ হয় অনেক বেশি সাবধানী ছিলেন জেনিফার লরেন্স।
No comments