কলকাতায় মুক্তি পাচ্ছে ‘পাষাণ’
ঢাকাই চলচ্চিত্রের তরুণ নির্মাতা সৈকত নাসির নির্মাণ করেছেন ‘পাষাণ’ চলচ্চিত্র। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন মডেল-চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও ওপার বাংলার চিত্রনায়ক ওম। এ ছাড়া বিপাশা কবিরকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এরই মধ্যে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেয়েছে।
এবার সিনেমাটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। তবে কত তারিখে কলকাতায় মুক্তি পাবে সিনেমাটি তা এখনো চূড়ান্ত হয়নি। ‘পাষাণ’ সিনেমাটি কলকাতায় রপ্তানি করছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এই সিনেমার বিপরীতে বাংলাদেশে আসছে শাকিব খান অভিনীত ‘নাকাব’ সিনেমাটি। সব কিছু ঠিক থাকলে আগামী ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পাবে ‘নাকাব’।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পাষাণ’ সিনেমায় আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, শিমুল খান প্রমুখ। এর সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ।
No comments